বিজ্ঞান করা

Jul 31, 2020

উস্তাদ ইয়ান লেকুনের নোক্তা:

কম্পুটার বিজ্ঞানে পেপার পাবলিশ করাকরিতে তফাত হইলে এখানকার বেশিরভাগ পেপার কনফারেন্সে যায়, জার্নালে যায় কম। জার্নালে যায় বড়ো পেপারগুলান, বেশিরভাগই হয় ছোট এবং যায় কনফারেন্সে— যেহেতু অধীক কথার জরুরত নাই আমাদের!

সেরা কনফারেন্সগুলান কুড়ি-ত্রিশ শতাংশ পেপার অ্যাকসেপ্ট করেন। অর্থাৎ, খারিজ হয় প্রচুর, রিভিশানে যায় কিংবা ভিন্ন কনফারেন্সে যায়। মেশিন লার্নিং, কম্পুটার ভিশান, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে ফিবছরে দুই-চারটা ভালো কনফারেন্স হইয়া থাকে।

আর্টিস্ট: কে.এম. এভারসন।
গবেষণাবিজ্ঞানকার্টুনভিজ্যুয়ালাইজেশান

প্রিয় অভিসন্দর্ভ

মেশিনচর্চার মোরালিটি