অমিতাভ রেজার টিভি সিরিজ ঢাকা মেট্রোর ওজন বইতে পারে এমন কোনো ভিড্যু স্ট্রিমিং সাইট বাংলা ভাষাভাষীদের নাই।
সিরিজে ফেমিনিজম-ক্যাপিটালিজমরে আকাশে তোলা হইতেছে আছাড় মারার লাইগা, ফুকো-দেরিদারা সাতার কাটতেছেন, বব ডিলানের গান গিটারে গাইতেছেন আমেরিকান হেভেনে বসবাস করা এক বৃদ্ধা, টান মারা হইতেছে জ্যঁ পল সাত্রের বিছানা নিয়া, জর্মন-ফরাসি-আমেরিকান কমোড এলিজি নিয়া বক্তৃতা দিতেছেন পুলিশ সুপার কিংবা হুটহাট উদয় হইতেছে গন্ধওয়ালা জবাফুল — এক কবি নানীবাড়ি যাইতেছেন তার মৃত কবিতাদের কবর দিতে।—

অমিতাভের আয়নাবাজি দেইখা তারে আমার বাজে লাগছে — যেহেতু তারে ধইরা ফেলছেন আমাদের মব এবং মবের রূচির প্রতি আমার আস্থা নাই। এবং এও মনে হইছে, ওই সিনামা নিয়া আর কখনও আলাপ হবে না। ভুইলা যাওয়া ঠ্যাকাইতে পরিচালক তার লস খাওয়ার ফিরিস্তি খুইলা বসেন প্রায়শ।
ঢাকা মেট্রোরে অনেকেই ধরতে পারবেন না বইলা এবং আমিও এর খানিক ধরতে পারি নাই বইলা তারে পয়লাবার আমার ভালো লাগলো। শক্তিশালী ম্যাজিক রিয়েলিজম।