বিদেশাহত ব্রুকলিন

Nov 07, 2020

বিদ্যাশ! কম্পুটার বিজ্ঞানে পড়তে আসার পর মনয় পয়লা বছরেই খানিক ঠিক কইরা ফেলছিলাম যে লেখাপড়া হয় এমন জায়গায় যাইতে হবে এরপর। তো দেশে যেহেতু বিশ্ববিদ্যালয় নাই—তো বিদ্যাশ ছাড়া গতি নাই।

এই মানজিল ভেতরে গাইথা বসছে এবং নিজেরে যতোটুক শুনাইছি—মানুষের সামনেও খুব কইরা বকছি বা অন্তত হাবভাবে বুঝাইছি যে বাইচা থাকলে বিদ্যাশ আমি যাইতেছিই। এইটা বেশ বাজে কাজ হইছে। কামেল হইয়া উঠতে গেলে এইসব ফাউ বকা কমাইতে হবে আমার।

তো এই যাওয়া নিয়াও নানা রকম খেয়াল হয় যাওয়ার আগেই। একরাতে হুট কইরা দেখবো যে পরিচিত তারারা আর আকাশে নাই—আকাশ বদলায় গেছে। এইসব তাড়িত করে মাঝে মাঝে। ম্যারিকান লাইফ ক্যামনে লিড করবো এইসব জাবর কাইটা খানিক সময় গুজরান করি। তো এই বিদ্যাশ যাত্রা নিয়া সিনামা—ব্রুকলিন। সিনামাটা নাইস আর লগে সার্শা রোনানের বিউটি! বিদেশাহত অবস্থায় নাইস ওয়াচ হইলো।

ফিল্মসার্শা রোনান

লোনলিনেস

প্রিয় অভিসন্দর্ভ