মেশিন লার্নিং নিয়া ভালো কাজ করতেছেন এমন বাংলাদেশিরা

Apr 24, 2020

মেশিন লার্নিং নিয়া ভালো কাজ করতেছেন এমন বাংলাদেশিদের তালিকা থাকবে এইখানে।

  • সুদীপ্ত কর - বাংলা এনএলপির বস লোক। সাস্টের অ্যালামনাই, ইউনিভার্সিটি অফ হিউস্টন থিকা পিএইচডি শেষ করছেন মাত্র। উনার সাইট এবং ফেইসবুক
  • এনায়েতুর রাহীম - পরিসংখ্যানের কামেল লোক। আমার ফেইসবুক ফ্রেন্ড ছিলেন— কাকধর্মিকদের গালাগালি করায় আমারে আনফ্রেন্ড করছেন। উনার সাইট এবং ফেইসবুক পেইজ
  • রাকিব হাসান - মেশিন লার্নিং নিয়া বই প্রকাশের সাহস কইরা ফেলছেন বাংলাদেশের বাজারে— এইটাই বিরাট। মেশিন লার্নিং শুরু করার জন্য উনার পয়লা দুটো বই ভালো। শুরু করতে ডিপ লার্নিংয়ের বইটা আম জনতার জন্য ভালো হইলেও কম্পুটার সায়েন্টিস্টদের জন্য ভালো না। এনএলপি নিয়া নয়া বইয়ের কাজে হাত দিছেন।
হাতেকলমে মেশিন লার্নিং [টাইটানিক]
শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং [আইরিস]
হাতেকলমে পাইথন ডীপ লার্নিং
বাংলা এনএলপি – খসড়া নোটবুক
এছাড়া এইসব কমুনিটিতে গিয়ে সাম্প্রতিক কাজ নিয়া হদিস পাওয়া যাবে।
টেকনোলজিমেশিন-লার্নিংডিপ-লার্নিংল্যাঙ্গুয়েজ-প্রসেসিংবাংলাদেশি

মেট্রোপলিটান মেঘদল

অমিতাভ রেজারে পয়লাবার আমার ভালো লাগলো